জেরুজালেমে গির্জায় আ’গুন দেয়ার চেষ্টা রুখে দিলেন মুসলিমরা

অধিকৃত জেরুজালেমের একটি গির্জায় আগু’ন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন ফিলিস্তিনি মুসলমানরা। জাবাল জেইতুন এলাকার পাশে
অবস্থিত আল জাসমানিয়া গির্জায় আগু’ন দেয়ার চেষ্টা করছিলেন এক ইহুদি। পার্স টুডের খবরে বলা হয়, ওই ইহুদি যখন গির্জার ভেতর ঢুকে আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগু’ন লাগাচ্ছিলেন
তখনই বি’ষয়টি টের পেয়ে যান পাশের মুসলমানরা। তারা গির্জায় গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। আল শাহাব বার্তা সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তিকে ধরে ফেলার পর সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং সং’ঘর্ষ বেধে যায়। পরে ইসরাইলি সেনারা গির্জায় ঢুকে
আগু’ন দেয়ার চেষ্টা করা ব্যক্তিকে ।জনতার হাত থেকে মুক্তি করে তাদের স’ঙ্গে নিয়ে যান। এর আগেও ইসরাইলের দখলদার ইহুদিবাদীরা মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানগু’লোতে বহুবার
আগু’ন দিয়েছে এবং সেগু’লো ধ্বং’স করার চেষ্টা চালিয়েছে। কিছু কিছু ধ্বং’স করে ফেলেছে।